লেখা পাঠান




লেখা পাঠানোর নিয়ম:



  • মৌলিক লেখা পাঠাতে হবে।
  • অন্য কোনও ছাপা পত্রিকা, ফেসবুক বা ই-ম্যাগাজিনে পূর্বে প্রকাশিত লেখা প্রকাশের জন্য বিবেচিত হবে না।
  • লেখা ওয়ার্ড ফাইলে অভ্র সফটওয়্যারে টাইপ করে, বিষয় উল্লেখ করে পাঠাতে হবে।  PDF, হাতে লেখা কিংবা ফটোকপি গ্রহণযোগ্য নয়।
  • কথালহরী সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে উত্তর না পাওয়া পর্যন্ত বা লেখা পাঠাবার পর তিন মাস পর্যন্ত সেটি অন্য কোনো ছাপা পত্রিকায়, ফেসবুকে বা ই-ম্যাগাজিনে পাঠানো যাবে না।
  • লেখার সাথে এক কপি রঙিন ছবি, ই-মেইল ঠিকানা, সাধারন ঠিকানা এবং ফোন নম্বর দেবেন।
  • সম্পাদকমন্ডলীর বিবেচনাই চূড়ান্ত।

  • শব্দসীমা -

কবিতা ও ছড়া  - সর্বাধিক ২০ লাইন।

গল্প - শব্দসীমা সর্বাধিক ২০০০ শব্দ। 

ছোট গল্প - শব্দসীমা সর্বাধিক ১০০০ শব্দ।

অনু গল্প - শব্দসীমা সর্বাধিক ৩০০ শব্দ।

প্রবন্ধ - শব্দসীমা সর্বাধিক ১২০০ শব্দ।

ভ্রমণ - শব্দসীমা সর্বাধিক ১২০০ শব্দ। 
( সঙ্গে ভ্রমণের জায়গায় তোলা লেখকের ২/৩ কপি রঙিন ছবি পাঠাতে হবে)।

বইয়ের রিভিউ  - শব্দসীমা সর্বাধিক ৮০০ শব্দ।

রহস্য গল্প - শব্দসীমা সর্বাধিক ১০০০ শব্দ।

রম্যরচনা - শব্দসীমা সর্বাধিক ১০০০ শব্দ।

গদ্য - শব্দসীমা সর্বাধিক ৮০০ শব্দ।



লেখা পাঠানোর ই-মেইল ঠিকানা:

kathalahori@gmail.com