আমাদের কথা



"অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্বমানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই সাহিত্যের কাজ"

                   -----রবীন্দ্রনাথ ঠাকুর।      


বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী চরম সংকটের কালে অন্যান্য বিষয়ের মতো প্রিন্ট মিডিয়াও সমস্যার সম্মুখীন। 'কথালহরী' তাই স্বপ্ন বুনছে একটি ডিজিটাল ও মুক্ত সাহিত্য প্রাঙ্গণের। যেখানে প্রবীণ ও নবীন, সুপ্রতিষ্ঠিত, স্বল্প প্রতিষ্ঠিত  বা অপ্রতিষ্ঠিত শব্দচাষীদের কলমের ফলায় তাঁদের মননশীল ও সুচারু চিন্তনের ফসল ফলবে। যেখানে প্রবীণেরা সস্নেহে এগিয়ে এসে হাত ধরবেন সাহিত্যের ক্ষেত্রে সদ্য হাঁটতে শেখা নবীনদের আর 'কথালহরী' হয়ে উঠবে সাহিত্যের পবিত্র মিলন ক্ষেত্র। প্রবীণ ও অভিজ্ঞ জনেরা ছুঁয়ে দিলে সোনালী ফসলে আগুন ঝরাবে মাঠ আর নবীন ও স্বল্পাভিজ্ঞরা তাঁদের ভাবনা মেলে দিলে সবুজের দোলায় আগামী দিনে শ্বাস নেবে সীমানাহীন মুক্ত বাংলা। আনন্দ-বেদনার আবেগে, হতাশা-ক্ষোভের যন্ত্রণায়, বাদ-প্রতিবাদের তুফানে, অন্তর-বাহিরের অন্বেষণে, তারুণ্য ও সবুজের উচ্ছ্বাসে, জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে, বহু মাত্রিকে, বহু বর্ণে রঞ্জিত হবে কথালহরীর সাহিত্য প্রাঙ্গণ। এই আমাদের স্বপ্ন। কথালহরী শুরু হোল ব্লগ ম্যাগাজিন হিসেবে, ভবিষ্যতে এটিকে ওয়েব ম্যাগাজিনে পরিবর্তিত  করার পরিকল্পনা আছে। 

সমস্ত শব্দচাষীকে সাদর আমন্ত্রণ জানায় 'কথালহরী'।

আপনার মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার পাথেয়। তাই আপনার মতামত প্রার্থনা করি। সাথী হতে আহ্বান জানায় 'কথালহরী'।  

'কথালহরী' যাদের প্রতি চিরকৃতজ্ঞ:

মঞ্জুশ্রী রায়
শ্রী সুবীর সরকার
শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্য 
শ্রীহরি দত্ত  

 

Comments

  1. কথালহরী কয়েকটি সংখ্যা পড়লাম l বেশ ভালো লাগছে গল্প, কবিতা, গদ্য গুলি l আরও সমৃদ্ধ হোক l

    ReplyDelete

Post a Comment